হতাশার খবরঃ কলকাতায় বৃষ্টি আসার কোন সম্ভাবনাই দেখছেন না আবহাওয়াবিদেরা

72

#কলকাতাঃ আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি, অঞ্জন দত্তের এই গানটি আজ যথার্থ ভাবে সার্থক। কারন, গরম কমার কোন লক্ষনই দেখা যাচ্ছে না। বেলা বাড়তেই বাড়ছে রোদের তেজও। সঙ্গে ঘামও হচ্ছে। ফলে দুপুরের দিকে পথঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। সেখানে নিতান্ত প্রয়োজন না হলে লোকে দুপুরের দিকে পথে বেরোচ্ছেন না। নেহাতই প্রয়োজনে যারা বেরোচ্ছেন, তাঁদের মাথায় থাকছে ছাতা, মুখ ঢেকে নিচ্ছেন কাপড়ে। ঘন ঘন খাচ্ছেন জল। আর অস্বস্থিতে চোখে জল না এলেও মন যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তা নিজেদের ওপর গবেষণা করলেই বোঝা যাচ্ছে ।

এদিকে বর্ষার নির্ঘণ্ট বেজে গেলেও রাজ্যে বর্ষা এখনও আসেনি। উল্লেখ্য, প্রতি বছর যেখানে ৮ জুন বর্ষা আসে দক্ষিণবঙ্গে, সেখানে তা আসতে দশ দিনেরও বেশি সময় নিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনও খবর নেই। চড়া রোদ আর আপেক্ষিক আর্দ্রতার কারণে গরম বাড়ছে। এখন প্রশ্ন হল বৃষ্টি হবে কবে? সেবিষয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা আছে। তার হাত ধরে বৃষ্টি আসবে দক্ষিণের জেলাগুলিতে। চলতি মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বর্ষা আসতে জুলাই হতে পারে জানিয়েছে হাওয়া অফিস।