শুভেন্দু নাকি মিঠুন? জানুন, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে?

42

বাংলায় ক্ষমতায় আসার জন্য বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? গত ২ বছর এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে। কখনো উঠে এসেছে সৌরভের নাম, কখনো উঠে এসেছে স্বামী কৃপানন্দ মহারাজের নাম, আবার কখনো উঠে এসেছে শুভেন্দু সহ মিঠুন চক্রবর্তীর নাম। কিন্তু এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। এদিকে রাজ্যে প্রচারে এসে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ির অবশ্য দাবি করেছেন, যথাসময়ে সেই মুখ তুলে ধরবে বিজেপি। এক সাক্ষাৎকারে নীতিন গড়কড়ি জানিয়েছেন, তৃণমূলের খেলা শেষ হবে আর বিজেপি-র রাজত্ব শুরু হবে । আমাদের মুখ্যমন্ত্রীর মুখ যথাসময়ে সামনে আনা হবে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তর প্রদেশ, ত্রিপুরার নির্বাচনের মত বাংলার নির্বাচনেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ এখনি তুলে ধরবে না বিজেপি। কারন, আগে থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারও নাম ঘোষণা করে দিলে দলের নেতাদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে। তাই আপাতত নরেন্দ্র মোদি-অমিত শাহদের সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোকাবিলায় নেমেছে বিজেপি।