রাজ্যে বন্ধ হতে চলেছে স্কুল কলেজ? আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের

1140

সম্প্রতি গরমের ছুটি কাটিয়ে ছন্দে ফিরেছে রাজ্যের স্কুল গুলো। তার মধ্যেই ফের বন্ধের পথে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। এমনটাই আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যে যে হারে রোজ দিন করোনা বাড়ছে। তা যদি চলতেই থাকে তবে আবারও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার আশঙ্কা থেকেই যায়।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজ্যে করোনা পরিস্থিতি খুব উদ্বেগজনক হারে বাড়ছে। ইতিমধ্যে করোনা ভাইরাসের জেরে দুই জন প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণ শুরু করে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের শুরু থেকেই দেশব্যাপি অতিমারীর প্রভাব। শুধুমাত্র ব্যবসায় নয়, ক্ষতির মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থাও। প্রায় দুই বছর বন্ধ রাখা হয়েছিল রাজ্যের স্কুলগুলি। তাই অনলাইনেই শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। সবেমাত্র গরমের ছুটি কাটিয়ে স্কুলে যেতে শুরু করেছে পড়ুয়ারা। আবারো কি বন্ধ হতে চলেছে স্কুল? আশঙ্কা থেকেই যায়।