অবশেষে তৃণমূল পরিবার থেকে বিদায় নিলেন সাংসদ মহুয়া মৈত্র!

1481

নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছিল। এবার কালী বিতর্কে সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মহুয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দলের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দল যেমন পাশে নেই, তেমনই বিজেপির তরফেও একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

সাম্প্রতিক সময়ে দলের প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দলের উন্নয়নমূলক কাজ সহ দলের কর্মসূচি প্রচার করেন তৃণমূলের নেতা – নেত্রী সহ দলের কর্মীরা। দলের কর্মীরা যেমন তৃণমূল কংগ্রেসকে পরিবার মনে করেন তেমনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে পরিবারের সদস্য বলে মনে করেন তারা। এবার সেই পরিবারের থেকে বিদায় নিলেন সাংসদ মহুয়া মৈত্র। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলটি আনফলো করেছেন। তাঁর দল দেবী কালী সম্পর্কে তাঁর মন্তব্যের সঙ্গে সহমত নয় বলে জানিয়ে দিয়েছে। তৃণমূল মহুয়ার বক্তব্য থেকে দূরে সরে যেতেই মহুয়াও টুইটারে আনফলো করেছেন। যা রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে।

এদিকে মহুয়া মৈত্রের মন্তব্যের পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যখন গ্রেপ্তারির দাবি তুলছেন। এরপরেই টুইট করে বিজেপিকে একহাত নেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন তিনি লিখেছেন, ‘শোনো বিজেপি,আমি মা কালীর ভক্ত। তোমাদের অজ্ঞাতাকে ভয় পাই না, তোমাদের গুন্ডাদের ভয় পায় না, তোমাদের পুলিশকেও ভয় পাই না, তোমাদের সমালোচকে তো নয়ই।’