ধেয়ে আসছে কালবৈশাখী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় স্বস্তির পূর্বাভাস

67

চৈতালির দাবদাহ থেকে সাময়িক ভাবে মুক্তি দিতে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের সূত্র মারফত খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর প্রবল সম্ভাবনা। এদিকে, কলকাতায় আকাশ আজ আংশিক মেঘলা থাকবে । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরমের অনুভূতি বাড়বে । বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ থাকেবে ৯০ শতাংশ । আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

প্রসঙ্গত, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার অর্থাৎ আগামীকাল ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের ৭টি জেলায় । রবিবার দাপট বাড়বে কালবৈশাখীর । ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ । এই নিম্নচাপ আন্দামান সাগরের ওপর অবস্থান করছে । উত্তর-পূর্ব দিক থেকে এটি মায়নামার উপকূলের দিকে অগ্রসর হবে । পরবর্তী সময়ে এই গভীর নিম্নচাপ দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । সেকারনে আগামী ২৪ ঘণ্টায় আন্দামান সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ।