খড়্গপুর সদরে বিজেপি প্রার্থী কে হবেন?ইঙ্গিত দিলীপের

32

রাজ্যের তিন উপনির্বাচনে দিনক্ষন ঘোষনা হয়ে গিয়েছে।রাজ্যের তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন।অর্থাৎ কালিয়াগঞ্জ, করিমপুর,খড়্গপুর সদর।ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা প্রার্থী পদ নিয়ে খড়্গপুর সদর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন?সেই নিয়ে চলছে জোর জল্পনা।তাঁরই মাঝে বোমা ফাটালেন দিলীপ ঘোষ।বাইরে থেকে প্রার্থী নয়,স্থানীয় কাউকে প্রার্থী করার কথা ভাবছে ভারতী জনতা পার্টি।গতকাল সন্ধ্যায় খড়্গপুরে কালীপুজোর উদ্বোধনে এমনটাই মত প্রকাশ করলেন দিলীপ ঘোষ।এদিন কলকাতায় নির্বাচন সঞ্চালন কমিটির মিটিং ছিল। সেখানে স্থানীয় প্রার্থী নিয়েই বেশি আলোচনা হয়েছে। স্থানীয় নামই সংসদীয় কমিটির কাছে পাঠানো হচ্ছে।
দিলীপবাবু বলেন, একসময় এখানে আমাদের সংগঠন দুর্বল ছিল। সেরকম নেতৃত্বও ছিল না। এখন সংগঠন অনেক শক্তিশালী হয়েছে। নেতৃত্বও আছেন। আমরাও চাই, স্থানীয় কেউ প্রার্থী হোন। সেব্যাপারেই গুরুত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, একসময় এই কেন্দ্রে ভারতী ঘোষ, মুকুল রায়ের নাম প্রার্থী হিসেবে শোনা গিয়েছিল। এখন অবশ্য খড়্গপুর শহরের নেতা তুষার মুখোপাধ্যায়, প্রেমচাঁদ ঝা, গৌতম ভট্টাচার্য ও জেলা সভাপতি সমিত দাশের নাম প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।