তৃণমূলের ব্লক সভাপতি হলেন এই প্রাক্তন বিধায়ক!

ডেবরা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে তৃণমূল সভাপতি হলেন প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি।এতোদিন ওই ব্লকে তৃণমূলের কোনো সভাপতি পদে কেউ ছিলেন না।কনভেনর দ্বারা পরিচালিত হচ্ছিল তৃণমূলের সংগঠন।রবিবার কোর কমিটির বৈঠকে সিদ্ধান্তের মাধ্যমে ব্লক সভাপতি পদে রাধাকান্ত মাইতির নাম প্রস্তাব হয়।এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী,সাংসদ মানস ভুঁইয়া, জেলা সভাপতি অজিত মাইতি ,মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ জেলার বিধায়করা।

প্রসঙ্গত,২০১৬ বিধানসভা নির্বাচনে জেলায় সমস্ত তৃণমূল বিধায়করা ফের টিকিট পেলেও একমাত্র বাদ পড়েছিলেন রাধাকান্ত মাইতি।কী কারনে বাদ পড়েছিলেন তিনি ? সূত্রের খবর,তখন তাঁর বিরুদ্ধে স্বজনপোষন, দুর্নীতির অভিযোগ করেছিলেন দলের সহ কর্মীরা।ফলে রাধাকান্ত মাইতিকে ২০১৬ বিধানসভায় টিকিট দেওয়া হয়নি।তৃণমূলের টিকিট পেয়েছিলেন সেলিমা বিবিকে।তখন থেকে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন দলের এই প্রবীণ নেতা।

মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান

মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতি।বেশ কিছুদিন যাওয়ার পর তাঁর মোহভঙ্গ হয়।ফের দলে ফিরে আসেন তৃণমূলের প্রবীণ নেতা।