সরকারের বাড়ি তৈরির টাকা আত্মস্বাদ, কাঠগড়ায় শাসকদল!

সরকার বাড়ি তৈরির টাকা আত্মস্বাদ ,কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর।মেদিনীপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ।উপভোক্তা দিয়ে একাউন্ট খুলতে বলেন তৃণমূল নেতা তথা কাউন্সিলর জিতেন্দ্রনাথ দাশ।পরে একাউন্ট থেকে টাকা আত্মস্বাদ করেন বলে অভিযোগ করেন উপভোক্তা সেক রাজু।থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত।

সেক রাজা নামে ওই উপভোক্তার অভিযোগ, তাঁর নামে বাড়ি তৈরীর অনুমোদন আসে।সেই বাড়ি তৈরী করে দেওয়ার জন্য ব্যাঙ্কে একাউন্ট খুলেন সেক রাজা।২০১৬ সালে উপভোক্তার পুরোনো বাড়ি ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেন ওই কাউন্সিলর।বাড়ি ভেঙ্গে দেওয়ার পর টাকা পাশ বই খুলতে বলা হয়।সেই মতো সে পাশ বই খুলেন।সেই ব্যাঙ্ক একাউন্ট এ দশ হাজার টাকা জমা রাখতে বলা হয়।২০১৭সালে তাঁর একাউন্ট্ এ প্রথম কিস্তির টাকা ঢুকে বলে সেক রাজা জানায়।পরে সেই টাকা একটা ব্যাঙ্কে স্থানান্তরিত হয়।তাঁর একবছর পরে সেক রাজা যে দশ টাকা জমা দিয়েছিল।সেই টাকা ও চেকের মাধ্যমে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।তার পর এতগুলো বছর কেটে গেছে তাঁর বাড়িটি ভাঙা অবস্থায় পড়ে আছে।এখনো পর্যন্ত তাঁর বাড়ি তৈরী কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সেক রাজার।