‘মমতা ব্যানার্জি বিপ্লবের অগ্নিকন্যা, স্বাধীন ভারতে পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামী নায়িকা ‘ বললেন মানস!

শনিবার মেদিনীপুর শহরের মাতকাতপুরের মাঠে বিজেপির পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস।এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ ডাঃ মানস ভুঁইয়া,জেলা সভাপতি অজিত মাইতি,গীতা রানী ভুঁইয়া, দীনেন রায়, জেলার যুব তৃণমূলের সভাপতি রমাপ্রসাদ গিরি, উত্তরা সিং হাজরা সহ বিভিন্ন নেতৃত্বরা এদিন সভায় উপস্থিত ছিলেন।এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে মানস বাবু বলেন,দেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে চলেছে।স্বাধীন ভারতে ৭০বছর পা দিয়ে স্বাধীনতা, গঠনতন্ত্র, সার্বভৌমত সম্প্রদায়িক সম্প্রতি বিপন্ন।আজকের দেশের সৈন্য বাহিনী আত্মবলিদান করছে।দেশের সরকারের কোনো হেলদোল নেই।খবর থাকা সত্তেও সিকিউরিটির মধ্যে অনেক ফাঁকফোকর থেকে গেল কেন?একই সাথে মানস বাবু কাশ্মীরে জঙ্গিহানায় নিহত শহীদ জওয়ানদের স্মরণ করেছেন এদিন।পাশাপাশি তিনি
জনগনের কাছে প্রশ্ন করেছেন ,স্বাধীনতা যারা ধ্বংস করে ব্যক্তি স্বাধীনতা ,বাক স্বাধীনতা মতপ্রকাশের অধিকার যারা কড়েনেয় তার পাশে থাকবেন? নাকি যিনি বাংলাকে গণতন্ত্র উপহার দিয়েছেন।সিপিএমের অত্যাচারের কারাগার ভেঙ্গে দিয়েছেন তার(মমতা ব্যানার্জি) পাশে থাকবেন? সিদ্ধান্ত নিতে হবে।যারা সম্প্রদায়িক সম্প্রতিকে ধ্বংস করেছে,সেই বিজেপির পাশে থাকবেন?নাকি যারা সম্প্রদায়িক সম্প্রতিকে রক্ষা করছেন মমতা ব্যানার্জি ও তাঁর দল তার পাশে থাকবেন? বিপ্লবী মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান।ভারতীয় জনতা পার্টি দলের নেতারা কখনই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি।আর আমাদের নেত্রী বিপ্লবের অগ্নিকন্যা স্বাধীনভারতে পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামী নায়িকা তার পাশে থাকবেন? মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে তাই আমাদের প্রশ্ন বাংলার মানুষকে এই ভয়ঙ্কর বিপজ্জনক পদ্মফুল চাষীদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে।মমতা ব্যানার্জির পাশে থেকে বাংলায় ৪২এ ৪২ টি আসন মমতা ব্যানার্জিকে উপহার দিতে হবে।

অপরদিকে,এদিন সভায় সিপিএম ছেড়ে অনেক নেতা কর্মীরা তৃণমূলে যোগদান করেন।এদিন যোগদানকারী দের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন অজিত মাইতি ,মানস ভুঁইয়া সহ অন্যান্য নেতৃত্ব্। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি বলেন,ওদের আমরা বলেছি ভালো করে দলে কাজ করুন।বিজেপি থেকে অনেকেই দলে যোগদান করার জন্য আবেদন জানিয়েছেন।আগামী দু-এক সপ্তাহের মধ্যে তাঁরা জয়েন্ট করবেন।আজকের এই সভা দেখে বিজেপি কোনঠাসা হয়ে যাবে।আজকের সভায় ২০ ২৫হাজার লোক হয়েছিল।শুধুমাত্র একটি বিধানসভার সভা।

উল্লেখ্য,কিছুদিন আগে মেদিনীপুর শহরের মাতকাতপুরের মাঠে সভা করে বিজেপি।ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান।