২০১৪’র দেবের প্রতিদ্বন্ধী ‘মানস ভুঁইয়া’র মুখে শোনা গেল আজ দেবের গুণগান

44
দেব ও মানস ভূঁইয়া চিত্রগ্রাহক - সৌমেন মিশ্র

২০১৪’র দেবের প্রতিদ্বন্ধী মানসের মুখে শোনা গেল আজ দেবের গুনগান২০১৪ সালের লোকসভা ভোটে দেবের প্রতিদ্বন্ধী ছিলেন কংগ্রেসের মানস ভুঁইয়া। আর সেই মানস ভুঁইয়াই আজ ২০১৯ শের লোকসভার জন্য দেবের সঙ্গে প্রচারে নামলেন। উল্লেখ্য আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের স্টেডিয়াম মাঠ জনসভা সারলেন দীপক অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াও। আর সেই জনসভায় দেব বলেন, ‘আমাদের হয়ে কথা বলবে আমাদের কাজ। এই সরকার যা কাজ করছে, তা আর কেউ করে দেখাতে পারেনি।’ এরপরেই কর্মীদের উদ্দেশে দেবের বার্তা, ‘আত্মতুষ্টিতে ভুগব না আমরা। প্রতিটি মানুষের কাছে আত্মীয়ের মতো করে যাবেন। সকলকে মিলে কাজ করতে হবে। মানুষের জন্যই আমাদের থাকতে হবে।’

এদিকে মানসবাবু দেবের সমর্থনে জানান, ঘাটালের জন্য বেশ কিছু প্রকল্প ছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও সংসদে বারবার সরব হয়েছেন দেব। ঘাটালের স্থানীয় মানুষের কাছেও বিগত পাঁচ বছরে একপ্রকার ঘরের ছেলেই হয়ে গিয়েছেন আমাদের দেব। বন্যা হোক, বা এমনি সময় – দেব ঘাটালে ছুটে গিয়েছেন বারবার। সাথেই ২০১৪ সালের লোকসভা ভোটের কথা মনে করে মানস ভুঁইয়া জানান, আমি ২০১৪ সালে দেবের প্রতিদ্বন্ধী ছিলাম। তবে আজ আমারা একসাথে ।