সাতসকালেই লাইনচ্যুত হয়ে পড়ল হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস!

সৌমেন মিশ্র:  সাতসকালেই বেলাইন হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস। পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত একটি কামরা,হতাহতের খবর নাই। ঘটনার খবর পেয়ে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
রেল সূত্রে জানাগেছে হাওড়া থেকে পুরী যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। পাঁশকুড়া স্টেশনে ঢোকার আগেই ভোগপুর ও পাঁশকুড়া স্টেশনের মাঝে সকাল ৭টা ১০ মিনিটে এই ঘটনা ঘটেছে। আচমকাই ট্রেনের সামনের দিকে একটি কামরা লাইনচ্যুত হলে ট্রেন চালক সাথে সাথে ব্রেক করেন। যেহেতু ট্রেনটি স্টেশনে ঢোকার জন্য গতিবেগ কমিয়েনিয়েছিল তাই যাত্রীরাও তেমন ঝাঁকুনি অনুভব করেননি।
তবে গতিবেগে থাকলে অনেক বড় দুর্ঘটনা ঘটতেই পারত।
তবে রেলযাত্রীদের কাছ থেকে জানা গেছে ইঞ্জিন থেকে ৬নং কামরা বি৩ এর তলা থেকে বেশ আওয়াজ আসছিল এবং পাথর ছিটকে পড়ছিল। এমন দেখে আতঙ্কিত হয়ে কোনো যাত্রীই প্রথম চেন টানে এবং তাতেই ট্রেন থামে। রেলের পক্ষ থেকে এখন ট্রেনটির মেরামতির কাজ চলছে। এর জেরে দক্ষিণ-পূর্ব রেল চলাচলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।