বইকে অপমান করেই চলছে শতবর্ষ উদযাপন! সোশালে ভাইরাল আন-সোশাল বিদ্যালয়

ঘটা করে তিন দিন ধরে পালিত হচ্ছে বিদ্যালয়ের শত বর্ষের অনুষ্ঠান। পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমির শত বর্ষ উদযাপন অনুষ্ঠানের আজ ছিল সূচনা লগ্ন। সূচনাদিনেই ভাইরাল ওই বিদ্যালয়ের নাম। না,সুনাম নয়! বিদ্যালয়ের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ তোলা হল।

বিদ্যালয়ে জুড়ে এই অনুষ্ঠানে চরম অপমান অবমাননা করা হয়ে সেই মূল্যবান বস্তুটিকেই যার জন্যই এই বিদ্যালয়। বিদ্যালয় চরম ভাবে অপমান করেছে বইকে।

বইকে ব্যবহার করা হয়েছে ফুলের টবের তলায়,চেয়ারের পায়ায়,টেবিলের পায়ায় আরও নানাভাবে। উপস্থিত বিদ্যজনেরা একেবারেই মেনে নিতে পারেননি বিষয়টিকে। সেইসব ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে। সেইসব ছবির জেরেই আজ দুপুর থেকেই ভাইরাল হয়েছে ওই বিদ্যালয়ের শত বর্ষের অনুষ্ঠান।