সাঁওতালি ভাষা শিক্ষার দাবিতে, চন্দ্রকোনা কলেজে অবস্থান বিক্ষোভ

সাঁওতালি ভাষা শিক্ষার দাবিতে চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ ভারত জাকাত মাঝি পরগনার।এই বিক্ষোভ চলবে অনির্দিষ্ট কালের জন্য।তাঁদের অভিযোগ, সংস্কৃত পঠনপাঠন হচ্ছে কলজে।কিন্তু চন্দ্রকোনার এলাকা জুড়ে সেখানে ৪০ হাজারের কাছাকাছি সাঁওতাল সমাজের বাস।সেই সব মানুষ সাঁওতালি ভাষায় কথা বলে।চন্দ্রকোনা কলেজের কর্তৃপক্ষ এর কাছে আবেদন করেছিলাম।কিন্তু কলেজের কর্তৃপক্ষ রাজ্যেকে কোনো কিছু জানায়নি।আমরা বার বার আন্দোলন করার পরেও আবেদেনে সাড়া দেওয়ার জন্য আমরা আজ অবস্থান বিক্ষোভ করছি।কলজে কর্তৃপক্ষের কাছে আবেদন তাঁদের,দুঘণ্টার মধ্যে আসুন ,মানুষকে যদি মানুষ বলে মনে করেন।এদিন তাঁরা হুঁশিয়ারি দেন,দুদিনের জন্য করতে এসেছি এই অবস্থান বিক্ষোভ তাঁর মধ্যে আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে এই আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হবে।এটা চলতে পারে ৬মাস বা ১বছর।