রাজ্যের শিক্ষা মন্ত্রীর উপরে গিয়ে নোটিশ পশ্চিম বর্ধমানের সংসদ সভাপতির

পশ্চিম বর্ধমান জেলা প্রাথমিক সংসদের জারি করা একটি নোটিশ এখন রাজ্যজুড়ে সোরগোল ফেলেছে।

গত ৩ ডিসেম্বর ওই জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে জারি হয়েছে এক নোটিশ। সেই নোটিশে বলা হয়েছে ওই জেলার বিভিন্ন স্তরে প্রাথমিকে ক্রীড়া প্রতিযোগিতা জন্য প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়কে ৫০০টাকা করে নগদ চাওয়া হয়েছে।

জেলা ছাড়িয়ে রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষকরা এই নোটিশে ক্ষোভে ফুঁসছেন। তাঁদের দাবি কিছুদিন আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী যেখানে বলেদিয়েছিলেন, খেলা বিষয়ে শিক্ষকদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না, সেখানে কীভাবে পশ্চিম বর্ধমানের সংসদ সভাপতি শিক্ষামন্ত্রী উপরে গিয়ে জেলা জুড়ে নোটিশ জারি করতে পারেন?

শিক্ষকরা আরও জানাচ্ছেন,যেখানে তাঁদের বিদ্যালয়ে কোনো আয়ের উৎসই নেই সেখানে বিদ্যালয়কেই বা কেন টাকা চাওয়া। সে টাকা তাঁরা কোন খাত থেকে খরচ দেখাবেন? তাহলে তো পরোক্ষোভাবে সেটাকা শিক্ষকদের পকেট থেকেই চাওয়া হচ্ছে!

মেলা,কার্নিভালে লক্ষ কোটি টাকা উড়ালেও আজও ব্রাত্য রাজ্যের শিশু শিক্ষার্থিরা!