ডি-এ, পে-কমিশন ও পিআরটি স্কেল নিয়ে কোন সদর্থক উত্তর দিতে পারলেন না শিক্ষামন্ত্রী

127

শুধু ইভিএমে নয় পোস্টাল ব্যালটেও যে এই লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোটে ভাটা পড়ছে, তা বুঝতে পেরেই গতকাল জেলাস্তরের ও রাজ্যে স্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে দলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।  সূত্র মারফত জানা গিয়েছে দীর্ঘ সময়ের এই বৈঠকে মহার্ঘ ভাতা, ষষ্ঠ বেতন কমিশন,  নিয়ে আলোচনা হয়। তবে এবিষয়ে তিনি কোন সদর্থক উত্তর না দিয়ে জানান, এবিষয়ে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলব । তারপরই পিআরটি স্কেল নিয়ে শিক্ষামন্ত্রীকে বলা হলে, শিক্ষামন্ত্রী জানান, পিআরটি স্কেল দিতে হলে সরকারের মাসে কয়েকশো কোটি টাকা দরকার, এই মুহূর্তে সরকারের কোষাগারে সেই টাকা নেই পিআরটি স্কেল দেবার মত। ফলে এদিনের বৈঠকে মূলত সাংগঠনিক বৈঠক ছাড়া, ও সাংগঠনিক নির্দেশ ছাড়া কোন কিছুই সেইমত সদর্থক আভবে শিক্ষক সংগঠনের কাছে এসে পৌছায় নি ।  সাথেই  এই বৈঠকে তৃনমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সম্পাদক অশোক রুদ্রের দায়িত্ব কমিয়ে দিয়ে প্রাক্তন সভাপতি শ্যামপদ পাত্রের মতামত নিয়ে পরবর্তী কাজগুলি করতে হবে বলে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী! পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে শিক্ষক সংগঠনের নেতাদের কাছে আবেদন জানান মহসিচব ।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, শুধুমাত্র প্রাথমিক শিক্ষক সংগঠনই নয়, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক সহ বিভিন্ন স্তরের শিক্ষক সংগঠনের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করবেন পার্থ চট্টোপাধ্যায় । এছাড়া আগামী কাল তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গেও বৈঠক করবেন মহাসচিব । এদিকে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা জানাচ্ছেন, ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদবৃদ্ধি এবং মহার্ঘ ভাতা বকেয়া থাকার কারণে তৃণমূলের ভোট বাক্সে পোস্টাল ব্যালটে প্রভাব পড়েছে ।