আনা হচ্ছে না কলকাতায়, আসানসোলের জেলে ঠাঁই হল অনুব্রত মণ্ডলের

আজ বুধবার আসানসোলের সিবিআই এর বিশেষ আদালত অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তাই আপাতত আর কলকাতায় আনা হচ্ছে না গরু পাচারকাণ্ডে অন্যতম এই অভিযুক্তকে। তাঁকে রাখা হবে আসানসোল সংশোধনাগারে। তবে সিবিআই আধিকারিকরা প্রয়োজনে আসানসোলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারেন, তেমনই জানিয়েছেন বিচারক।

উল্লেখ্য, প্রথম দফায় ১১ দিন , তারপর ৪ দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর এদিন অনুব্রত মণ্ডলকে পেশ করা হয় আসানসোলের সিবিআই আদালতে। সেখানে দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারক অনুব্রতকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত জানিয়েছে, জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিবিআই আধিকারিকরা জেলেই অনুব্রতর সঙ্গে সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। আদালতের এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ। তিনি বলেন এটা পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। অনুব্রত মণ্ডল যদি জামিন পেতেন তাহলে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা যেতে। কিন্তু প্রথম থেকেই প্রভাবশালী ও সরকারি যোগাযোগ থাকার দাবি করে জামিনের তীব্র বিরোধিতা করে গেছে সিবিআই। এরপর দীর্ঘ সওয়াল জবাব শোনার পর অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৭ সেপ্টেম্বর তাঁকে ফের আসানসোলের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে।