কেষ্টর নিদান, বিজেপি সেঞ্চুরিতেই অবসান…

120

মাস পেরিয়ে দিনে এসে ঠেকেছে আগামী লোকসভা নির্বাচন, দিনক্ষণ ঠিক না হলেও এপ্রিলের শেষের দিকে যে নির্বাচন হতে তার টের পেয়েছেন অনেকেই। এবং এই কথা মাথায় রেখেই জোর কদমে কোমর বেঁধে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। আর এর মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এই লোকসভা নির্বাচনে বিজেপি কটা আসন পাবে তা নির্ধারণ করে ফেললেন তৃনমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, এই লোকসভায় ৮০ থেকে ১০০-র বেশি সিট পাবে না বিজেপি।

মূলত,গতকাল নদিয়ার ঘূর্ণিতে দলীয় কর্মীসভায় এসে কেষ্ট মণ্ডল জানান, বিজেপির লোকজন পাগলের মতো কথা বলে। অমিত শাহ কোথায়। ওদের লোক নেই, আবার বড় বড় কথা। ওরা তো বলেছিল সবার অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেবে। ২ কোটি করে বছরে চাকরি দেবে। কিছু দিতে পেরেছে ? আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে দেখুন। শিক্ষা, স্বাস্থ্যকে কোথায় নিয়ে গেছে। নরেন্দ্র মোদি বিদেশে গিয়ে ২ হাজার ৫৮ কোটি টাকা খরচ করে এসেছেন। আবার বড় বড় কথা বলে। বলে নাকি আচ্ছা দিন আয়েগা। আজ ভারতবর্ষে কালো দিন চলে এসেছে। বাজপেয়ির মতো নেতা দ্বিতীয়বার ফিরে আসেনি। মোদি তো কোন ছাড়ের ছাড়। দ্বিতীয়বার ফিরে আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে বিজেপি ১০০ থেকে ১২৫টি সিট পাবে। আমি বলছি ৮০ থেকে ১০০-র বেশি সিট পাবে না।