এবার মুর্শিদাবাদ! এই প্রথম অরাজনৈতিক ব্যানারে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী?

84

দাদার সাথে ছিলাম, আছি,থাকবো! পূর্ব মেদিনীপুরে কাঁথি শহর জুড়ে শুভেন্দু অধিকারীর নামে এ রকম হোডিং চোখে পড়েছে বেশ কয়েকবার। পাশাপাশি, ‘দাদার অনুগামী’ লেখা পোস্টারও চোখ এড়িয়ে যাচ্ছে না। কারন সেই পোস্টার নেই কোন তৃনমূলের প্রতিকী চিহ্ন ও নেত্রীর ছবি। তা নিয়েই সম্প্রতি রাজ্য রাজনীতিতে জল্পনার পারদ বাড়ছে। আর এবার মুর্শিদাবাদে সেই জল্পনার জল গড়াল! অর্থাৎ মুর্শিদাবাদে প্রথম অরাজনৈতিক ব্যানারে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তবে, শেষ মূহূর্তে সভাস্থানও পরিবর্তন করতে হল তাঁকে । কিন্তু আজ সেই সভা থেকে তিনি কী বার্তা দিতে চলেছে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে প্রশ্ন উঠছে, কেন, অরাজনৈতিক ব্যানারে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী? সেবিষয়েও জানা গিয়েছে, খড়গ্রামের নগরে জেলা পরিষদের প্রয়াত কর্মাধ্যক্ষ মফিজ়উদ্দিন মণ্ডলের স্মরণসভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী । সেকারনেই রাজনৈতিক ব্যানার থাকবে না বলে জানা গিয়েছে ।

এদিকে এবিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ঘরোয়া আলোচনায় আবু তাহের খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নগরের সভা তৃণমূলের ব্যানারে করা যাবে না। তাই শেষমেশ সভাস্থান পরিবর্তন করে নগর থেকে তুলে নিয়ে যাওয়া হল মারগ্রামে মফিজ়উদ্দিনের গ্রামে। নগরের মঞ্চ ভেঙে মারগ্রামে নতুন করে বাঁধা হয়েছে মঞ্চও। পাশাপাশি, শুভেন্দুর সাম্প্রতিক সভাগুলো নিয়ে মুখ খুলেছেন শিশির অধিকারী, তিনি জানিয়েছেন, ‘‘একশো বার সভা করতে পারেন। কিন্তু কোথাও মমতার বিরুদ্ধে এক লাইন নেই।’’ আর শুভেন্দুকে বিজেপি নেতাদের আমন্ত্রণ জানানো প্রসঙ্গে শিশিরের বক্তব্য, ‘‘ওরা নতুন দোকান খুলেছে। সেখানে পচা মাল আছে নাকি ভাল মাল সেটা পরের কথা। তবে যাঁরা দোকানদার তাঁরা অনেককেই ডাকতে পারেন, আসুন। আমি তো বলছি, পরীক্ষা করে মাল কিনুন। আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের সঙ্গে থাকুন।’’