পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে মিস্টার অধিকারী! মোক্ষম চাল বিজেপির..

1181

উপরাষ্ট্রপতি পদে বিজেপির চমক। এনডিএর প্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের করে নাম ঘোষণা করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। শনিবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নামে সিলমোহর পড়েছে। আর তাতেই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল কে হবেন ? সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হতে পারেন শিশির অধিকারী। কারন হিসেবে রাজনৈতিক মহল মনে করছে, শিশির অধিকারী দীর্ঘদিন ধরে সাংসদ পদে রয়েছেন। সেই পরিস্থিতিতে তাঁর অনেক অভিজ্ঞতাও রয়েছে সংসদীয় রাজনীতিতে।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে শিশির অধিকারীর। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কোনো কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। তবে একাধিক বার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সোচ্চার হয়েছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জগদীপ ধনখড় কে যখন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মনোনীত করেছে এনডিএর পক্ষ থেকে ,ঠিক তখনই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল কে হবেন সেটা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিশির অধিকারীকে পরবর্তী রাজ্যের রাজ্যপাল করা হতে পারে বলে জোরালো সম্ভাবনা উঠে আসছে সাময়িক পরিস্থিতিতে।