এবার থেকে নেতা-মন্ত্রীর পা ধরলে করা হবে না প্রার্থী! পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচন নিয়ে মুখ খুললেন অভিষেক

794

বছর ঘুরলেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। এবার পঞ্চায়েত ভোটে প্রার্থী কারা হবেন , তা নিয়ে তৃণমূলে এখন থেকেই জোর তৎপরতা শুরু হয়েছে। কারা টিকিট পাবেন, তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। এসবের মাঝে এবার কড়া বার্তা শীর্ষ নেতৃত্বের।

সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেন,মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা থাকলে তবেই প্রার্থী করবে তৃণমূল। কোনো নেতার পা ধরে টিকিট পাওয়া যাবে না।

প্রার্থী বাছাইয়ে কড়াকড়ি তৃণমূল

পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হতে রিপোর্ট কার্ডই মাপকাঠি, অগ্রাধিকার দেওয়া হবে পারফরমেন্সে। এলাকায় কি কাজের মানুষ হিসেবে পরিচিতি রয়েছে, কোনো দুর্নীতি রয়েছে নাকি। ভাবমূর্তি সচ্ছ তো? কতো বেশি বাসিন্দার কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে পেরেছেন। সাধারণ মানুষের কতটা আস্থা রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করেন। এই সব কিছু মেপে পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট মিলবে।

এদিকে , ইতিমধ্যে পঞ্চায়েত ভোট নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় বুথ স্তরের কর্মীদের নিয়ে সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট যত এগোবে ততই সভার সংখ্যা আরও বাড়বে। এরই মধ্যে প্রার্থী বাছাইও সতর্ক শাসক দল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বার্তা একটাই। কে,কেমন কাজ করেছেন সেটা আগে দেখা হবে। এলাকাবাসীর দের কাছে গ্রহণযোগ্যতা থাকলে তবেই মিলবে টিকিট।