ভোটের হাওয়া কোন দিকে বইছে জানিয়ে দিলেন মানস ভুঁইয়া

97

মানস ভুঁইয়া দুদে রাজনীতিবিদ, আর এই দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা থেকে বলে দিতে পারেন ভোটের হাওয়া কোন দিকে বইছে। তাই তিনি এবার ভরসা রাখলেন জোটের ওপর। সবংয়ের তৃণমূল প্রার্থী জানালেন, বাম-কংগ্রেস নিজেদের কাজটা ঠিক ভাবে করলে আর টেনশন নেই। নিজেদের ভোটটা ওরা (বাম-কংগ্রেস) ওদের প্রার্থীকে দিক। তা হলে আমার জেতা আটকাবে না। তিনি আরও জানান, ২০০১ সালে একবার হেরেছিলাম। আর ১৯৯৬-তে তো কোর্টে গিয়ে জিতেছিলাম। জাস্টিস শ্যামল সেনের সেই ঐতিহাসিক রায়। মূলত, এ বার জিতলে এইনিয়ে আটবার বিধানসভায় যাবেন সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।

উল্লেখ্য, গতকাল ভোটের দিন সকাল থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে চারদিকে নজর রাখছিলেন মানস ভুঁইয়া। পাশাপাশি, বিভিন্ন বুথে ইভিএম-এর গোলযোগ নিয়ে অভিযোগ তোলেন ভুঁইয়া বাবু । তিনি বলেন, ‘‘১০ নম্বর গ্রাম পঞ্চায়েতের (ভিমুয়া) ১৭টি বুথের মধ্যে ৯টি বুথে ইভিএম খারাপ হয়েছে।’’ কেন একই গ্রাম পঞ্চায়েত এলাকায় এতগুলি বুথে ইভিএম খারাপ হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।