রাজ্যের বেকারত্বের সমস্যা দূর করতে বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

সম্প্রতি রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল বেকারদের ব্যবসা করতে ক্রেডিট কার্ডে ব্যাংক থেকে ঋণ পেতে ভবিষ্যতে কোনও সমস্যা হবে না। ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফ্যান্ড ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রেনার্স এই প্রকল্পে বেকারদের জমিনদারের ভূমিকা পালন করবে। রাজ্যের ক্ষুদ্র, মাঝারি, ও কুটির শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে জানান, এই প্রকল্পে বেকার ছেলেমেয়েরা ৫ লক্ষ টাকা পর্যন্ত মূলধনের ব্যবসা করতে পারবে, কোনও জমিনদার ছাড়াই।

যার দশ শতাংশ সর্বাধিক ২৫ হাজার টাকার রাজ্য সরকারের ভর্তুকি দেবে। বাকি টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে পাবেন। এই ঋণের ৮৫ শতাংশ সিজিটিএমএসই দেবে আর বাকি ১৫ শতাংশ রাজ্য সরকার জমিনদার হবে। চলতি সপ্তাহের সোমবার রাজ্য সরকারের সঙ্গে সিজিটিএমএসই এর সমঝোতা পত্র স্বাক্ষর করা হয়েছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সে বেকার ছেলেমেয়েদের এই প্রকল্পের সুবিধা পেতে গেলে শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আইন উর্ধ্বসীমা দেখা হবে না।

বিশেষজ্ঞ মহল জানিয়েছে, সামনেই পঞ্চায়েত ভোট, তাই এই প্রকল্পকে হাতিয়ার করেই এগিয়ে যেতে চাইছে রাজ্যের শাসক দল। এছাড়াও সোমবারই রাজ্যে দুয়ারে সরকার শিবিরের সরকারি ৩৩ প্রকল্পের পরিসেবা পাওয়ার আবেদন পর্ব শেষ হয়েছে। নবান্ন জানিয়েছে, বুথ ভিত্তিক ৯৪ হাজার ৩৭৭ টি শিবিরে ৫৮ লক্ষের বেশি মানুষ অংশ নিয়েছে।