উন্নয়নের জন্য প্রতিবছর নোবেল পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়

37

দোলা সেন। রাজ্য রাজনীতিতে তৃনমূল সুপ্রিমোর অত্যন্ত কাছের মানুষ হিসেবেই পরিচিত। আর সেই দোলা সেন এবার পুরুলিয়া জেলার লালপুরে একটি জনসভায় যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন। শনিবার লালপুর ময়দানে তৃণমূলের ডাকে আয়োজিত হয় “সময়ের ডাকে, বাংলার প্রতিবাদ” কর্মসূচি । এই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলগুলির সমালোচনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সাংসদ দোলা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সম্মুখ সমরে দাঁড়িয়ে আছেন । জেদ, জেহাদ, অঙ্গীকার এবং শপথ নিতে হবে এই লালপুরের সভা থেকে।”

এরই পাশাপাশি, তিনি আরও বলেন, “সারা পৃথিবীর নোবেল কমিটি চিন্তা করছে, অ্যামেরিকার বিশ্ববিদ্যালয়গুলি চিন্তা করছে যে কোনও একটা রাজ্যে ৯-১০ বছর ক্ষমতায় থেকে এত উন্নয়নের কাজ কীভাবে করা যায় । মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যামেরিকার বিশ্ববিদ্যালয়গুলি বক্তব্য দেওয়ার জন্য ডাকছেন । কোনওদিন এবিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা হলে আপনার নিশ্চিন্ত থাকুন প্ৰতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ই নোবেল পাবেন ।” প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে কৃষি বিল বিরোধী প্রতিবাদের সময় হাঙ্গামার কারণে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন সহ ৮ বিরোধী সাংসদকে সাসপেন্ড করলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। উল্লেখযোগ্য ভাবে, তাঁদের বাকি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল।