দিদি ভালো নেই…….

77

বিজেপি সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরোধিতা করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন এরাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অর্থাৎ অনেকটাই সহানুভূতির সাথে জানিয়ে দিলেন ‘দিদি ভালো নেই’।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘাঁটিতে প্রথম বিপুল সমর্থন পাওয়া বিজেপির কর্মী-সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ার প্রতিবাদ করে মমতা ব্যানার্জি বলেছিলেন, দলটি ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে । তিনি আরও বলেন: স্লোগানটি নিয়ে তার কোনো আপত্তি নেই। আপত্তি বিজেপি কর্মীদের এই স্লোগান ব্যবহারের ধরন নিয়ে। আর এর জবাবেই পরিবেশ মন্ত্রী বাবুল সুপ্রিয় বার্তা, একজন অভিজ্ঞ রাজনীতিক হয়েও মমতার আচরণ খুবই অস্বাভাবিক এবং অদ্ভুত। ‘তার নিজের পদের মর্যাদা ধরে রাখার বিষয়টি মাথায় রাখা উচিত। ওনার আসলে কিছুদিনের ছুটি নেয়া দরকার। উনি বাংলায় বিজেপির উপস্থিতি নিয়ে অস্থিরতায় আছেন,’ বলেন তিনি।

বাবুল বলেন, ‘তাকে (মমতা) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মেম আছে। এটা কারও ভাবমূর্তির জন্যই ঠিক নয়। আমার আসানসোল আসনের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে আমরা ‘গেট ওয়েল সুন’ কার্ড পাঠিয়ে দেবো। নিশ্চিতভাবেই দিদির কোনো একটা কিছু ভালো নেই, এবং কী ভালো নেই, এর উত্তর তাকেই বলতে হবে।’

১৭তম লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেনকে আসানসোলে ১.৯৭ লক্ষ ভোটে হারিয়ে জয়লাভ করেন গায়ক থেকে রাজনীতিক হয়ে ওঠা বাবুল সুপ্রিয়। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের ঘাঁটি পশ্চিমবঙ্গে ১৮টি আসন পেয়েছে। যেখানে ২০১৪ সালের নির্বাচনে সংখ্যাটি ছিল মাত্র ২। অন্যদিকে তৃণমূল ২২টি আসন পেয়ে কোনোমতে এগিয়ে গেছে।