নিয়োগ দুর্নীতির মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরাতেই মুখ খুলল তৃণমূল

শুক্রবার শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরপরে উত্তরবঙ্গ থেকে তিনি জানিয়েছেন, ‘আদালতের রায়কে তিনি স্বাগত জানান। তবে বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করবেন না। ভারতীয় বিচারব্যবস্থার ওপর তাঁর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে’।

একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল নেতা। তিনি বলেন, ‘ভোটে লড়াই করতে না পেরে বিজেপি বিচার ব্যবস্থার অল্প কয়েকজনকে কাজে লাগাচ্ছে’। বৃহস্পতিবারই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ার বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়ে জানিয়েছে।

বর্তমানে প্রশ্ন উঠেছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মামলার শুনানি থেকে সরিয়ে দিলে যেসব রায় তিনি দিয়েছিলেন তার ভবিষ্যৎ কী হবে? ২০২২ সালে নিয়োগ দুর্নীতি কান্ড নিয়ে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তারপরই গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতির কাছে অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুলে নিয়োগের দুর্নীতি মামলার শোনার সময় সেই মামলা নিয়ে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। নিয়ম অনুযায়ী বিচারাধীন কোনও বিষয় নিয়ে টিভি চ্যানেলের কাছে সাক্ষাৎকার দিতে পারেন না বিচারপতিরা।

বর্তমানে আরও একটি প্রশ্ন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। তাহলে কি নতুন কোনও বিচারপতিকে দায়িত্ব দেওয়া হবে!