বিজেপিতে কি যোগদান করতে চলেছেন নুসরাত জাহান? জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

173
nusrat jahan

২০১৪ সালে লোকসভায় তৃণমূলের ২ জন তারকা সাংসদ থাকলেও, ২০১৯ সালে তা বেড়ে হয়েছে ৩ টি। কারন বাবুল সুপ্রিয়র কাছে মুনমুন সেন এবার পরাজয় ঘটেছে । এবং সেই ৩ জন তারকা সাংসদ হলেন, দীপক অধিকারী ওরফে দেব ( ঘাটাল ) , অভিনেত্রী মিমি চক্রবর্তী (যাদবপুর ), ও নুসরাত জাহান ( বসিরহাট )। আর এবার এই ৩ জন সাংসদের মধ্যে একজনের বিজেপিতে যোগদানের জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। তিনি হলেন নুসরাত জাহান। লোকসভায় শপথ গ্রহণের দিন নুসরতের বেশভূষা নিয়ে বিতর্কের মাঝেই তার বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন তুললেন বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা ইদ্রিস আলি। কিন্তু কেন এমন কথা বললেন ইদ্রিস আলী। সে ব্যাপারে ইদ্রিস আলী নিজেই জানিয়েছেন, নুসরাত জাহানের ‘আচরণ’ নিয়ে দলের অন্দরে ‘বিভ্রান্তি’ তৈরি হয়েছে। কারন, আমাদের মূল শত্রু বিজেপি। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। সেখানে উনি প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করছেন। যেখানে আমাদের কোনো সাংসদ প্রধানমন্ত্রীর ভাষণকে সমর্থন করেন না, বাহবা দেন না, সেখানে উনি বাহবা দিচ্ছেন। জানি না, অনেকে বলাবলি করছেন, তবে কি উনি তার স্বামীর কথায় বিজেপিতে যোগ দিতে চলেছেন?

 প্রাক্তন সাংসদ ইদ্রিস আলি
প্রাক্তন সাংসদ ইদ্রিস আলি

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় নুসরাত জাহানের। বিয়ের পরই সংসদে ‘নুসরাত জাহান রুহি জৈন’ হিসেবে শপথ পাঠ করেন বসিরহাটের সাংসদ। এ প্রসঙ্গে ইদ্রিস বলেন, ভোটে দাঁড়ানোর সময়ও তিন তালাক নিয়ে দলের অবস্থানের বাইরে গিয়ে মন্তব্য করেছিলেন। সে নিয়েও সমালোচনা হয়েছিল। আর এখন তিনি প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করছেন। অরাজনৈতিক হলে যা হয়। অন্যদিকে, শপথ পাঠ শেষে ভরা সংসদে লোকসভার অধ্যক্ষের পায়ে হাত দিয়ে নুসরাতের প্রণাম করাও ‘ভালো চোখে দেখছেন না’ ইদ্রিস। এ প্রসঙ্গে তৃণমূলের এই আইনজীবী নেতা বলেন, এটা সংস্কৃতি নয়। বিজেপি সাংসদরাও করেননি, উনিই শুধু করেছেন এসব। প্রণাম করা, শ্রদ্ধা জানানো ব্যক্তিগত রুচির ব্যাপার। কিন্তু সেটা তো সব জায়গায় হয় না। বাইরে করতে পারতেন। এরপরই ইদ্রিসের মন্তব্য, দলের অনেকেই বলছে, এটা লজ্জার ব্যাপার। অনেকের সন্দেহ হচ্ছে, তাহলে কি বিজেপিতে যেতে চান উনি? ইদ্রিসের মতে, নুসরাতের অবস্থান স্থির করা উচিত।

উল্লেখ্য, এবারের লোকসভায় ইদ্রিসকে বসিরহাট থেকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। পরিবর্তে ওই আসন থেকে ঘাসফুল প্রতীকে লড়াই করেছেন বিনোদন জগতের চেনা মুখ নুসরাত। ফলে, নুসরাতের প্রতি ইদ্রিসের ক্ষোভ ‘স্বাভাবিক’ বলেও মনে করছে রাজনীতিবিদদের একাংশ।