শহীদ পরিবারের পাশে মানবিক মুখ্যমন্ত্রী

110

লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় সেনাবাহিনীর হামলায় ২০ ভারতীয় সেনা শহিদ হন। তাদের মধ্যে বাংলার দুই জওয়ান শহীদ হয়েছেন বলে সূত্রের খবর। একজন বীরভূমের মহম্মদ বাজারের রাজেশ ওরাং অন্যজন আলিপুরদুয়ারের বিপুল রায়। বীরভূমের মহম্মদ বাজার থানার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা ২৬ বছরের রাজেশের মৃত্যুর খবর মঙ্গলবার গভীর রাতে এসে পৌঁছায়। জানা গেছে, তিন মাস আগে ছুটিতে বাড়ি এসেছিল রাজেশ।

অন্যদিকে, আলিপুরদুয়ার শামুকতলা থানার অন্তর্গত বিন্দি পাড়ার ভারতীয় সেটাতে কর্মরত অবস্থায় শহীদ হন বিপুল রায় (৩৬)। ডিসেম্বরেই বাড়িতে এসেছিল শহীদ বিপুল রায়।

এদিকে বাংলার শহীদদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা খুবই শোকাহত তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমাদের সরকারের পক্ষ থেকে দুই শহীদ পরিবারকে ৫ লক্ষ টাকা করে এবং একটি সরকারি চাকরি দেব। যদিও আমি জানি এটি কোনো বিকল্প নয়,কিন্তু এই বিপদের সময় পরিবারের পাশে দাঁড়ানো।”