বাগনান কাণ্ডে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত

100

কলেজ পড়ুয়া মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে প্রান গেল মায়ের। ঘটনায় নাম জড়ালো তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী। বুধবার সকাল থেকেই এই ঘটনা ঘিরে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার বাগনানে।অভিযুক্ত স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকে গ্রেফতারের দাবিতে দফায় দফায় জাতীয় সড়ক এবং বাগনান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। ওই দিন ঠিক কি ঘটেছিল, বাগনানের গোপালপুরের বাসিন্দা বছর উনিশের তরুণীর দাবি,মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ একতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে মোবাইল গেম খেলছিলেন তিনি। তরুণীর অভিযোগ,সেই সময় বাড়ির লাগোয়া একটি গাছ বেয়ে ছাদে উঠে আসেন মূল অভিযুক্ত বাগনান ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। অতো রাতে মেয়ের চিৎকার শুনে দৌড়ে ছাদে উঠেন তরুণীর মা। তখন তার মাকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়। সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন তরুণীর মা। প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতাল তার পর উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা তৈরী হয় এলাকায়। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। বুধবার দুপুরের পরেই বাগনানের এক বন্ধুর বাড়ি থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে।