মুখ্যমন্ত্রীর কথামতই খুলে দেওয়া হল হাওড়ার ফুলবাজার

175

মুখ্যমন্ত্রী ছাড় দিয়েছিলেন।সেইমতো বুধবার খুলল হাওড়ার ফুলবাজার।অন্যান্য দিনের মতো ভিড় ছিলনা।এদিন সকাল থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী বাজারে ফুল নিয়ে বসেন,কিছু ক্রেতারাও দেখা মেলে এদিন।

মূলত,রানাঘাট,কোলাঘাট,মেচেদা, বনগাঁর মতো এলাকা থেকে মূলত ফুল আসত হাওড়ার মল্লিকঘাট ফুলবাজারে।কিন্তু লকডাউন হওয়ার পর থেকেই প্রায় সবই বন্ধ।মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘোষনার পর কোথাও যেন আশার আলো দেখতে পাচ্ছে এখানকার ব্যবসায়ীরা।

এদিকে ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, লকডাউন হওয়ার আগে পর্যন্ত যত ব্যবসায়ী এখানে ফুল বিক্রি করতে আসত সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে।যদি যানবাহনের কিছু ব্যবস্থা করা হয়,তাহলে ফুল ব্যবসায়ী এতে খুবই উপকৃত হবেন।অপরদিকে,রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন এই উদ্যোগ নেওয়ার জন্য।