আমফান দুর্নীতি! হাওড়ায় কড়া পদক্ষেপ তৃণমূলের, জেনে নিন

87

হাওড়া,১০ জুলাই: ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিপূরণের তালিকায় স্বজনপোষনের অভিযোগ। নাম জড়িয়েছে হাওড়ার সাঁকরাইল ,জগৎবল্লভপুরের শাসক দলের বেশ কয়েক জন জনপ্রতিনিধির। এই পরিস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব ।

তৃণমূল সূত্রে খবর, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি , জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং জগৎবল্লভপুরের এক নেতাকে সাসপেন্ড করল তৃণমূল। পাশাপাশি শোকজ করা হয়েছে বড়গাছিয়া ২ পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও জগৎবল্লভপুর ১ পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি,অভিযুক্তের আগেই শোকজ করা হয়,যথাযথ উত্তর না মেলায় এই পদক্ষেপ। যদিও তৃণমূলের এই পদক্ষেপকে লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি।

প্রসঙ্গত,আমফান ঘূর্ণিঝড়ের পর থেকে ত্রাণ দুর্নীতি স্বজনপোষনের অভিযোগ ঘিরে জেলায় জেলায় চলছে বিক্ষোভ তা থামার লক্ষন নেই এখনও।