TET পরীক্ষায় পাশ করলেও, প্রাথমিকে চাকরি পাওয়া নিয়ে তৈরি হল সংশয়?

বিএড ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের হাইকোর্ট টেট পরীক্ষা দেবার সুযোগ করে দিলেন,অধরা থেকে গেল নিয়োগের নিশ্চয়তা। মূলত, বিএড ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে কোর্ট জানিয়ে দিয়েছে, এটি অন্তর্বর্তিকালীন নির্দেশ। ওই ডিগ্রিধারীরা পরীক্ষায় পাশ করলেও চাকরি পাবেন কি না, তা মূল মামলার রায়ের উপরে নির্ভর করবে।

বলা বাহুল্য প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রাথমিক শিক্ষণের ডিগ্রিপ্রাপকদের (ডিএলএড)পাশাপাশি বিএড প্রার্থীরাও বসতে পারছেন। একই সুযোগ চেয়ে মামলা করেছেন বিএড ডিগ্রিধারী কয়েক জন। কোর্টে তাঁদের তরফে সাওয়াল করেন ফিরদৌস শামিম ও অভ্রতোষ মজুমদার। হাইকোর্ট সূত্রের খবর, বিএড ডিগ্রিধারীরা সাধারণ বিএড পাশ প্রার্থীদের সমতুল মর্যাদা পাবেন কি না, কোর্টে তা এখনও সেই বিতর্কের সমাধান হয়নি। এই অবস্থায় তাঁরা যাতে চাকরির পরীক্ষায় বসতে পারেন, সেই সুযোগ দিল হাই কোর্ট।

প্রসঙ্গত, বিএড ডিগ্রিধারীদের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল। প্রথমে বিএড প্রার্থীদের সুযোগ দেওয়া হলেও পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল, বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। শীর্ষ আদালত বিএড পাশ প্রার্থীদের মান্যতা দিলে তবেই তাঁরা নিয়োগের জন্য বিবেচিত হবেন। যদিও বিএড পাশ প্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়ার ব্যাপারে আপত্তি আছে ডিইএলএড পাশ প্রার্থীদের। তাঁদের দাবি, অগ্রাধিকার দিতে হবে প্রাথমিক শিক্ষণের ডিগ্রিপ্রাপকদেরই।