ভোটের প্রথম দফাতেই পুননির্বাচন, জানাল নির্বাচন কমিশন

84

গতকাল বিক্ষিপ্ত অশান্তিকে সঙ্গে নিয়ে রাজ্যে প্রথম দফার নির্বাচন তথা কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে ভোটদান শেষ হয়। কিন্তু এবার তাঁর ২৪ ঘণ্টা না পেরতে পেরতেই কোচবিহারের শাীতলকুচিতে পুননির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। উল্লেখ্য গতাকাল শীতলকুচি ব্লকের গোসাঁইরহাট, ছোটশালবাড়ি, লালবাজার, গোলেনাওহাটি, শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠে এসেছিল। এবং পুননির্বাচনের দাবিতে গতকাল কোচবিহার ডিএম অফিসে ধর্নায় বসেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কমিশন তাঁর দাবি বিবেচনা করবে এই আশ্বাসবানী শুনে ধর্না তুলে নেন তিনি।

তারপর আজ সকালে কলকাতায় কমিশন দফতরে পুননির্বাচনের দাবিতে অবস্থানে বসেন মুকুল রায় সহ রাজ্য বিজেপির নেতারা । অতঃপর এই অভিযোগের ভিত্তিতে স্ক্রুটিনি করে সন্ধ্যায় কমিশন জানিয়ে দেন শীতলকুচির ১৮১ নম্বর বুথে হবে পুননির্বাচন ।