VIDEO: ২০১৪ লোকসভায় আমরা ৩৬ টি সিট জিতেছি, মানে ‘থার্টি ফোর’, বললেন নুসরাত জাহান

155

রাজনৈতিক নেতা-নেত্রীরা মাঝে মধ্যে ভুল বক্তব্য পেশ করে সমলোচিত হন। আর সেই তালিকায় নাম জুড়লো বসিরহাটের তৃণমূল প্রাথী নুসরাত জাহানের। সাথেই পড়তে হল সোশ্যাল মিডিয়ার সমালোচনার মুখে ।

গতকাল মাথাভাঙার সভা থেকে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান বলেন, ২০১৪ লোকসভা নির্বাচনে আমরা ৩৬ টি সিট জিতেছি। মানে থার্টি ফোর। আর এই মন্তব্য করেই সোশাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোলড  শিকার হন তিনি।

উল্লেখ্য, গতকাল কোচবিহারে দলীয় প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর হয় নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল সুপ্রিমো মঞ্চে ওঠার আগে বক্তব্য রাখেন নুসরত জাহান। বক্তব্য রাখতে গিয়ে তিনি গত কয়েকটি লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের খতিয়ান দেন  তখনই নুরসত বলে ফেলেন, “২০১৪ সালে নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষণে। আমরা কটা সিট জিতেছি জানেন ? ৩৬ টা সিট জিতেছি। মানে থার্টি ফোর।”

সাথেই তিনি আরও বলেন, “আমরা ভীষণ চপ খেতে ভালোবাসি। তা সেটা আলুর চপ হোক, মোচার চপ হোক। কিন্তু, আমাদের ঢপের চপ দিলে চলবে না।”

আপাতত দেখে নিন ভিডিও টি