এনআরসি ইস্যু: বাংলার মানুষকে মায়ের আঁচলের তলায় রক্ষা করব, রাসমেলায় বললেন মমতা

125

এনআরসি নিয়ে কেউ ভয় পাবেন না। আর এনআরসির পাল্টা সিটিজেনশিপ বিল নিয়ে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে। মনে রাখবেন সব উদ্বাস্তুরা এই দেশের নাগরিক। আজ কোচবিহারের রাসমেলা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, উদ্বাস্তুদের জমির দলিল দেওয়ার লড়াইটা আমি ফার্স্ট করেছিলাম, আমি যখন যাদবপুরে প্রথম সাংসদ হয়েছিলাম। কাজেই এই নোংরা রাজনীতি বাঙালি অবাঙালি লাগিয়ে দেওয়া, বাঙালি রাজবংশীরা লাগিয়ে দেওয়া, রাজবংশী কামতাপুরি লাগিয়ে দেওয়া। এদিন তিনি অভিযোগ করে বলেন, বাঙালিদের কাছে গিয়ে বলছে তোমরা সিটিজেনশিপ আসবে, আর মুসলিমরা আসবেনা। আসামে 13 লক্ষ বাঙালির নাম বাদ দিল কি করে?এদিন মমতা কটাক্ষ করে বলেন, সিপিএমের হার্মাদ রা বিজেপির ওস্তাদ হয়েছে। একটা কথা আমি আপনাদের বলতে পারি, আপনারা সবাই এদেশের নাগরিক। নতুন করে কারোর নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন নেই। সবাই নাগরিক আপনার রেশন কার্ড আছে,আপনার আইডেনটিটি কার্ড আছে আপনার স্বাস্থ্য সাথী কার্ড আছে,করো গাড়ি লাইসেন্স আছে। এইসব নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই। বাংলা এমন একটা জায়গা সব মানুষকে কোলে করে রক্ষা করব। মায়ের আঁচলের তলায় আমরা রক্ষা করব।মানুষের মানুষের ভাগাভাগি করে কখনও ভাল হয় না।সবাইকে নিয়ে থাকতে হয় সব মানুষকে নিয়ে থাকতে হয় একটা পরিবারে একজন থাকে না মা থাকে বাবা থাকে ছেলে থাকে ভাই বোন থাকে ঠাকুমা ঠাকুরদা। দেশটাও তেমন সব জাত সব ধর্ম সব বর্ণ।