বড়সড় ভাঙ্গন বিজেপিতে! ভুল বুঝে অবশেষে ঘরের ছেলেরা ফিরে এল ঘরেই

87

২ থেকে একলাফে ১৮ তে যাবার পর একের পর এক গেরুয়া ঝড় দেখেছিল রাজ্যের গনদেবতারা। কিন্তু, তিনমাসের মধ্যেই সেই ঝড় স্তিমিত হয়ে গিয়েছে। অর্থাৎ সোমবার কোচবিহারের নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ফিরে পেল তৃণমূল। বিজেপির হাত থেকে ফের পঞ্চায়েত এল তৃণমূলের দখলে । উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের হাত ধরে ১১ জন নেতা ফের তৃণমূলে জগ দিলেন। এই যোগদান সভায় উপস্তিত ঠিলেন তৃণমূল নেতা মোসলেম মিঞা, মোজাফ্ফর খান প্রমুখ। পঞ্চায়েত প্রধান নিরঞ্জন দাস-সহ ১১ জনের হাতে দলীয় পতাকা তুলে দেন তাঁরা।

প্রসঙ্গত, এই পঞ্চায়েত পুনর্দখল করে মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানান, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। জোর করে ভুল বুঝিয়ে এঁদের নিয়ে যাওয়া হয়েছিল বিজেপিতে। ভুল ভাভতেই তাঁরা ফের ফিরে এসেছেন নিজেদের ঘরে। ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন এঁরা ।