লোকাল ট্রেন পরিষেবা চালু করতে রাজ্যের সবুজ সঙ্কেতের অপেক্ষায় কেন্দ্র

104

এই দুর্গাপূজায় একাধিক অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সাধারণ মানুষের একটি দাবী পূরণে অক্ষম রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার। দাবী লোকাল ট্রেন, গতকাল ৬৬টি স্পেশাল ট্রেন চলার অনুমতি দিলেও লোকাল ট্রেনের অনুমতি মিলছে না অনেকদিন ধরেই। তবে এবার মানুষের আবেদনকে স্বীকৃতি দিয়ে লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র।

ওই চিঠিতে রাজ্যকে কেন্দ্র জানিয়েছে, লোকাল ট্রেন চালু করতে কেন্দ্রের কোনও অসুবিধে নেই। চাই রাজ্যের সবুজ সঙ্কেত। করোনা আবহে ট্রেন চালানোর আগে শক্ত বিধিনিষেধ ছাড়া লোকাল ট্রেন চালাতে নতুন রীতি-নীতি প্রয়োগ করা নিয়ে চিন্তায় সরকার। তাই রাজ্য সরকারের সঙ্গে দ্রুত আলোচনা চায় কেন্দ্র। আরপিএফও এদিন একটি নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে ট্রেনে চড়ার সময় কী কী করণীয় এবং সেই নির্দেশ লঙ্ঘনে জেল জরিমানার সম্ভাবনাও রয়েছে।

করোনা পরিস্থিতির কারণে প্রায় ৬.৫ মাস বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। করোনার পরিস্থিতিতে কেন্দ্র প্রথম পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালায়। তারপর সাধারণ মানুষের জন্য ধাপে ধাপে পথে নামে কিছু স্পেশাল ট্রেন। এবার লোকাল ট্রেন নিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত কেন্দ্র।