রাজ্যের তিন উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃনমূল, দেখে নিন একপলকে

58

যে রাধে সে চুলও বাঁধে এই কথাটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ভালোই খাটে। কারন আগামী ২৫ শে নভেম্বর বাংলার খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে । সেদিকে তাকিয়ে গত রবিবার মধ্যরাত পর্যন্ত কালীপুজো করে সোমবার সকালে আসন্ন ৩ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন নিয়ে দলীয় নেতাদের সঙ্গে বসে বৈঠক বসেন তৃণমূল নেত্রী। বৈঠক শেষে অনেকেই মনে করেছিলেন প্রার্থী তালিকায় বেশ চমক থাকবে তৃনমূলের । আর সেই চমক আজ সন্ধ্যে বেলায় জানা গেল । তৃনমূলের তরফে জানানো হয়েছে, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী হচ্ছেন পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। অন্যদিকে করিমপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী হচ্ছেন বিমলেন্দু সিংহ রায় ও তপনদেব সিংহ।

প্রসঙ্গত, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু এবার তিনি সাংসদ হওয়ায় সেই বিধায়ক পদটি খালি হয়ে যায় । এদিকে কৃষ্ণনগর আসন থেকে মহুয়া মৈত্র লোকসভায় নির্বাচিত হওয়ায় করিমপুর আসনটি ফাঁকা হয়ে যায় । অন্যদিকে কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনটি শূন্য হয়ে যায়। তবে এখন দেখার সে হাসি কে হাঁসে।