তবে কি শুভেন্দুর ওপর থেকে ভরসা হারালেন মমতা?

31

লোকসভার ভোটের পিছিয়ে থাকলেও উপনির্বাচনে জয়ের চাবিকাঠি ছিনিয়ে নিয়েছে তৃণমূল।সামনেই রাজ্যে পুরসভা নির্বাচন।বিরোধীদের একচুল জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির।সেইমত অবস্থায় জেলা স্তরে সংগঠন যাতে আরও মজবুত হয় তার উপর জোর দিচ্ছে শাসক শিবির।পশ্চিমাঞ্চলের জেলাগুলির দায়িত্বে শুভেন্দু অধিকারী একা ছিলেন।এবার তাঁর সাথে যোগ করা হল সুব্রত বক্সী,পার্থ চ্যাটার্জি,সুব্রত মুখোপাধ্যায়,দীপতাংশু চৌধুরিকে।

উল্লেখ্য,সম্প্রতি তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি নিজেই স্থির করে দিয়েছেন,পশ্চিম মেদিনীপুরে শুভেন্দুর সঙ্গে থাকবেন সুব্রত বক্সী, ঝাড়গ্রামে পার্থ চ্যাটার্জি,বাকুঁড়াতে সুব্রত মুখোপাধ্যায়,পুরুলিয়ায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি দীপতাংশু চৌধুরিক।এদিন শুভেন্দু মমতা নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহাকে সঙ্গে রাখতে।

এদিকে রাজনৈতিক মহলের প্রশ্ন,একা কি তবে শুভেন্দুর অধিকারী উপর ভরসা রাখতে পারছেন মমতা?

প্রসঙ্গত,বিধানসভা উপনির্বাচনে তিন কেন্দ্রে জয় পেয়েছে রাজ্যের শাসক দল।তার মধ্যে দুই কেন্দ্রে শুভেন্দু অধিকারী দায়িত্বে ছিলেন।সেই দুই কেন্দ্রে এই প্রথম তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে।