ভাই গ্রেফতার হয়েছে, দিদি পাশে থাকবেন না! তা কি করে হয়? খোশমেজাজে অনুব্রত

‘‘জানতাম দিদি পাশে থাকবেন ।’’ এই বার্তা দিয়ে সোমবার তাঁর আইনজীবীকে জানালেন অনুব্রত মণ্ডল। মূলত, গতকাল বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের সভা থেকে অনুব্রতর প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কী করেছিল কেষ্ট? কেষ্টকে কেন গ্রেফতার করা হল? যতবার নির্বাচন হয়েছে ততবার ওকে ঘরে বন্দী করে রাখা হয়েছিল। সেদিন তো ওবাইরেই বের হতে পারেaনি। ছেলেটা গত দু’বছর যে কষ্ট পেয়েছে আমি জানি। ওর বউ ক্যানসারে মারা গিয়েছে। ওর কষ্ট শুধু আমি জানি। প্রতিদিন কলকাতা আর বোলপুর করত। এমনকী গতবারের পঞ্চায়েত নির্বাচনের সময় ওর বউ হাসপাতালে ভর্তি। অপারেশন হচ্ছে। আমাকে একদিন কেষ্ট বলল, ‘দিদি জানো তো তোমার বউমা বলছে আমাকে দেখতে হবে না, যাও দলের কাজ করো’।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তিনি । প্রায় এক দশকের বেশি সময় ধরে বীরভূমের জেলা সভাপতি । দক্ষ সংগঠক বলে পরিচিত ৷ সবচেয়ে বড় কথা তাঁর নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দল বীরভূম জেলায় দাঁত ফোটাতে পারেনি । তবে এই মুহূর্তে সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের সঙ্গে আদালতের নির্দেশে নিয়মিত দেখা করছেন তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা । এই দিনও তাঁর সঙ্গে দেখা করতে যান তিনি । বেশ কিছুক্ষণ অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলে বেরিয়ে তাঁর আইনজীবী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় অনেকটাই চাঙ্গা অনুব্রত মণ্ডল । তাঁর দাবি, তিনি নির্দোষ । সিবিআই অন্যায়ভাবে তাঁকে গ্রেফতার করেছে । পাশাপাশি তিনি এও জানিয়েছেন, তিনি জানতেন দলনেত্রী (মমতা) তাঁর পাশে থাকবেন । এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকায় তিনি খুশি ।