বিজেপিকে পগারপার করার নিদান অনুব্রতর

98

বিজেপিকে ডাকিয়ে পগারপার করে দিন। শুক্রবার নানুরের বাসাপাড়ায় মিলন মেলার অনুষ্ঠান থেকে এমনটাই বললেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অনুব্রতবাবু বলেন, আমার রাজ্যের পাওনা টাকা ফেরত দিয়ে দাও। টাকা যদি না ফেরত দাও বাংলাকে আটকাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সব শ্রেণীর মানুষকে বিশ্বাস করেন। তিনি বেইমান নন। বিজেপির বিরুদ্ধে তিনি বলেন, আমাদের দল থেকে কয়েকজনকে নিয়ে গিয়েছ। এ ডাল থেকে ও ডালে গেলেও কাজ কিছু হবে না। এরপরই তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, বিজেপিকে ডাকিয়ে পগার পার করে দিয়ে আসুন। তৃণমূল কংগ্রেস চোখ রাঙানিকে ভয় পায় না।

অন্যদিকে, এদিন বীরভূম জেলাজুড়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। পাশাপাশি দুপুরে সিউড়ির কড়িধ্যায় দলের অঞ্চল অফিসের উদ্বোধন করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূলের তরফে বিভিন্ন অঞ্চলে পংক্তি ভোজন ও জনসংযোগমূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুব্রতবাবু এদিন সিউড়ির পর নানুরের বাসাপাড়ায় যান। সেখানে তৃণমূলের তিনটি অঞ্চলের উদ্যোগে মিলন মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১০দিন পর্যন্ত মেলা চলবে। প্রত্যেক বছরই দলের প্রতিষ্ঠা দিবসেই এই মেলার আয়োজন করা হয়।