UUPTWA প্রেমী শিক্ষকদের হেনস্তা করে ক্লাস বন্ধ রেখে উন্নয়ন যাত্রায় হাঁটানো হল

UUPTWA প্রেমী শিক্ষকদের হেনস্তা করে ক্লাস বন্ধ রেখে উন্নয়ন যাত্রায় হাঁটানো হল

UUPTWA প্রাথমিক শিক্ষকদের এই অরাজনৈতিক সংগঠন এখন শাসক দলের ত্রাস হয়ে দাঁড়িয়েছে। বাঁকুড়া জেলার একটি ঘটনা তারই প্রমাণ বলা যেতে পারে।

রাজ্যজুড়ে উন্নয়নযাত্রা চলছে। তাতে শাসক দলের নেতা কর্মী ও সমির্থকেরা যোগ দিচ্ছেন।

অভিযোগ বাঁকুড়া জেলার দুটি চক্রের প্রাথমিক শিক্ষকদের স্কুলের ক্লাস বন্ধ করে সেখানকার মিছিলে যোগ দিতে বাধ্য করা হয়। এবং শিক্ষকদের মধ্যে যাঁরা উস্তির মিটিং মিছিলে যোগদান করেছিলেন তাঁদেরকে বিভিন্নভাবে অসম্মানিত করা হয়।

বাঁকুড়া জেলার থেকে উস্থির রাজ্য কমিটির সদস্য সায়ন মিত্র জানান,উন্নয়ন যাত্রার যোগ দেওয়ার জন্য বাঁকুড়ার পাত্রসায়র ও পাত্রসায়র পশ্চিম চক্রের প্রাথমিক শিক্ষকদের জোর করে স্কুল চলাকালীনই বিডিও অফিসের সামনে ডেকে পাঠানো হয়।

পরে সেখান থেকে বাইক র‍্যালি করিয়ে ১৩ কিমি দূরে রসুলপুর বাজারে উন্নয়ন যাত্রায় উপস্থিত হতে বাধ্য করা হয় ওইসব শিক্ষকদের।

শিক্ষকদের স্কুল বন্ধকরিয়ে এভাবে দলীয়কাজে ব্যবহারের রাজ্যজুড়ে তীব্র নিন্দা করা উচিত বলে মত বিশেষজ্ঞ মহলের।