বাঁকুড়াতে রাম-বাম শিবিরে ধাক্কা দিল তৃণমূল!

আস্তে ছন্দে ফিরছে তৃণমূল কংগ্রেস।অর্থাৎ লোকসভা নির্বাচনের পর থেকেই শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক ক্রমশ বেড়েই চলছিল।নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জনসংযোগ যাত্রা কর্মসূচি নেয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত।এবার সিপিএম ও বিজেপি ছেড়ে ৮০জন কর্মীসমর্থক তৃণমূলে যোগদান করলেন।

উল্লেখ্য,সম্প্রতি বাঁকুড়া জেলার শালতোড়া গ্রাম থেকে বিজেপি ও সিপিএম ছেড়ে শাসক দলে নাম লেখালেন ৮০জন কর্মীসমর্থক।এদিন যোগদানকারীদের তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বাকুঁড়ার জেলা সভাপতি শুভাশিস বটব্যাল।

প্রসঙ্গত,লোকসভা নির্বাচনে বাকুঁড়া জেলার দুই আসনেই পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীরা।তার পর থেকে বাঁকুড়া জেলার তৃণমূল সমর্থকেরা বিজেপি শিবিরে নাম লেখাছিলেন।এই পরিস্থিতিতে দুই শিবিরে ধাক্কা দিয়ে আস্তে আস্তে ছন্দে ফিরছে বাঁকুড়া তৃণমূল শিবির এই রকমই মনে করছে রাজনৈতিক মহল।