আবার ধাক্কা বিজেপিতে!দলের ছেলেরা দলে ফিরে এলো,তৃণমূলের দখলে বোর্ড

99

 

নিজস্ব প্রতিবেদন: ফের বিজেপিকে বড়সড় ধাক্কা দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।লোকসভা নির্বাচনে পর তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক ক্রমশ বেড়েই চলছিল।কিন্তু মাসখানেক ধরে উল্টো পূরান ঘটছে।অর্থাৎ নিজেদের ভুল বুঝতে পেরে ফের তৃণমূলে ফিরছেন নেতা সহ কর্মীরা।এবার বাকুঁড়াতে গেরুয়া শিবিরে ধাক্কা দিল তৃণমূল।বাকুঁড়া জেলার ওন্দা ব্লকের কল্যাণী অঞ্চল পঞ্চায়েত বিজেপির হাত থেকে পুনঃদখল করল তৃণমূল।ওই অঞ্চলের পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ৯জন।তৃণমূলের দাবি,বিজেপি ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল ৬জন সদস্যকে।ফলে বিজেপির দখলে দলে যায়।আজ,শুক্রবার প্রধান সহ ৫জন সদস্য তৃণমূলে ফিরে আসেন।এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা অরুপ খাঁ,শ্যামল সাঁতরা সহ বিভিন্ন নেতৃত্বরা।এদিন শ্যামল সাঁতরা বলেন,আজ ৬জনের মধ্যে ৫জন ফিরে এলেন।এর আগে তিন আমাদের দলে ছিলেন উপপ্রধান সহ আরও দুজন।আর আজকে পাঁচজন আসায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সংখ্যা আটজন।একজন বাইরে আছে সে কোনো না কোনো সময় দলে ফিরে আসবেন বলে আশাবাদী তৃণমূল নেতৃত্বরা।

অন্যদিকে,ওন্দা ব্লকের চুড়ামনিপুর অঞ্চলের প্রধান সহ ২জন সদস্য পূনরায় তৃণমূলে ফিরে এসেছেন।