তৈল মর্দনের পোস্টকে ঘিরে এবার ভেতরের খবর প্রকাশ্যে নিয়ে এলেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ

65

‘রাজনীতি তে টিকে থাকতে হলে তৈল মর্দনই সেরা নীতি’ বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ’র এই ফেসবুক পোস্টকে ঘিরেই আলোড়ন পড়ে গেছে রাজ্য রাজনীতিতে! কেন আচমকা এমন মন্তব্য করে বসলেন এই সাংসদ? তা নিয়ে, বিরোধী দলেও চর্চা চলছে পুরোদমে। এদিকে,এই পোস্ট ঘিরে বিতর্ক তৈরী হওয়ায় এবং তার দিকে আঙ্গুল ওঠায় পুরো ঘটনা দলকে জানাচ্ছেন জেলা সভাপতি অরুপ খাঁ।

বুধবার ছাতনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক পর, পরই এই পোস্ট করায় তৃণমুলের জেলা নেতাদের মধ্যেও কারণের খোঁজে চলে বিস্তর জল্পনা। তবে, শেষ অবধি সৈামিত্র বাবু জানান এমন পোস্টের কারণ, তিনি খানিকটা আক্ষেপের সুরে বলেন,জেলা সভাপতি নিজের খেয়ালে দল চালাচ্ছেন।সৌমিত্র বাবুর অনুগামী যুবদের দলের হয়ে কাজ করার সুযোগ থেকেও বঞ্ছিত করা হচ্ছে। তাকেও কাজ করার সুযোগ দেওয়া হচ্ছেনা। এটা অন্তর থেকে মানা যায় না। তাই, এমপি হিসেবে,বা দলগতভাবে নয়, একান্ত ব্যক্তিগত মত প্রকাশ করতে গিয়েই এই পোস্ট করেছেন তিনি। এমনকি, নিজের বাক্ স্বাধীনতার দোহাই দিয়ে সৌমিত্র বাবু বলেন, যে এতে, দল বিরোধী কাজ করার প্রশ্ন তোলাটাও অবান্তর!এটা, তার একেবারে ব্যক্তিগত মতামত।