পরিবারকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিন, বললেন লকেট চট্টোপাধ্যায়

‘গণতন্ত্র রক্ষা’র দাবি ও শাসকদলের ‘লাগামহীন সন্ত্রাসে’র অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে আজ বাঁকুড়া জেলার হিন্দু স্কুল থেকে মিছিল শুরু করে মাচানতলা হয়ে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেত্রীত্বে জেলাশাসকের দফতরে ‘ডেপুটেশন’ দিতে যান দলের নেতা-কর্মীরা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ বাহিনী তৈরি রাখা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। তবে অবশেষে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশের দ্বারা।

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন,তৃণমূলের প্রতিটা নেতা অস্ত্র, বোমা বালি পাচার, গোরু পাচারে জড়িয়ে গেছে। এই অবস্থা থেকে দলটাকে বের করে আনা জটিল। চোরকে বলছে চুরি করতে গৃহস্থকে বলছে সতর্ক হতে। অর্থাৎ উনি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন বোমা কারখানা আছে। আর পিছনে বলছেন, বোমা মেরে সব উড়িয়ে দাও, খুন করে দে।

তারপরই রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে তিনি জানান, নিজেকে ও নিজেদের পরিবারকে বাঁচাতে হলে রাস্তায় নামতে হবে। প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দেন তিনি। মহিলা মোর্চার সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে আরও বলেন, উনি আগে বলতেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বলে কিছু নেই। এখন উনি বলছেন টাকা আছে। আমাদের রাজ্যে সেই নামটা ঘুরিয়ে দেব।