শোভন চ্যাটার্জির আবদার মেটালেন অমিত শাহ!কী সেই আবদার জেনে নিন

133

বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁর নিরাপত্তা আরও শিথিল করেছিল রাজ্য সরকার ৷ আর পরদিনই শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । বৈশাখি বন্দ্যোপাধ্যায় পাবেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ৷

দীর্ঘ জল্পনার পর ১৪ই অগাস্ট বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই শোভনবাবুর নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আর্জি জানায় রাজ্য বিজেপি ৷ সেই আবেদন মঞ্জুর হয়েছে ৷ ইতিমধ্যেই শোভনবাবুর বাড়ি পরিদর্শন করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সূত্রের খবর, শোভনবাবুর নিরাপত্তায় সর্বক্ষণ চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে ৷ আর বৈশাখির নিরাপত্তায় থাকবে দু’জন জওয়ান ৷

এদিকে, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর আজ সন্ধ্যায় প্রথমবার কলকাতায় পা রাখবেন শোভনবাবু ৷ সন্ধ্যা তিনি বিমানবন্দরে।শোভন -বৈশাখীর কলকাতার আসার পর বিজেপি কর্মীরা ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা করে।