দাদার জন্যই আমার সমস্ত মনোকামনা পূরণ হয়েছে, মদনকে নিয়ে মনের কথা খুলে বললেন কৌশানি

একদিকে রাজ্যের তাপমাত্রা বাড়ছে চড় চড়িয়ে। অন্যদিকে রাজনৈতিক মহলও বেশ গরম। তার মধ্যে শুক্রবার রাজ্যজুড়ে পালিত হয়েছে মহাদেবের নীল ষষ্ঠী। আর এই বিশেষ দিনেই কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা গেল টলিউড অভিনেত্রী কৌশনি মুখোপাধ্যায়কে। যত দিন যাচ্ছে ততই রাজনীতির সুপারস্টার মদন মিত্র বেশ রঙিন হয়ে উঠছেন। কখনও তাঁকে অভিনেত্রী মধুমিতা সরকার তো কখনও তাঁকে কৌশানির সঙ্গে দেখা যাচ্ছে। অভিনেত্রীর সঙ্গে শিব পুজো করেছেন তিনি। আর এই বিশেষ দিনে বেশ খোস মেজাজেই দেখা যায় তাঁকে। কামারহাটির বিধায়ক এদিন কালো পাঞ্জাবি সঙ্গে সাদা ধুতি পড়েছিলেন। অন্যদিকে গোলাপি রঙের সালোয়ার কামিজের দেখা যায় কৌশানিকে।

দক্ষিণেশ্বরে গঙ্গাস্নান করে পুজো দেন বিধায়ক। এমনকি এও দেখা যায় যে মদন মিত্রের হাত ধরে গঙ্গায় ডুব দিয়েছেন অভিনেত্রী। এরপর হাঁটু জলে দাঁড়িয়ে হাত ধরে শিবলিঙ্গে জল ঢাললেন মদন মিত্র ও কৌশানি। বিশেষ দিনে মদন মিত্রের ডাকে কৌশানির উপস্থিতিতে খুশি খুশি রব। কিন্তু এর মধ্যেও নিজের দায়িত্ব থেকে এক চুলও নড়লেন না কামারহাটির বিধায়ক। সামনেই পঞ্চায়েত নির্বাচন, গঙ্গাস্নান সেরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ফাঁকা মাঠে নির্বাচন হবে। খেলার ট্রাইবেকার হচ্ছে। গোলকিপার নেই। তাহলে আমি কাকে মারবো! বিজেপির এজেন্ট সেজে বুথে বসে ওদের হয়ে কাজ করি। আসলে ওদের তো কেউ নেই ভোট করানোর’।

এদিন কেন্দ্রকে খোঁচা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একাই বিষ পান করেছেন। পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য লড়ছেন তিনি। কেন্দ্র বকেয়া দিচ্ছেনা। তবুও তিনি রাজ্যের মানুষের কাছে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী পৌঁছে দিচ্ছেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্প্রতির নাম জড়িয়েছে কৌশানির প্রেমিক বনি সেনগুপ্তর। সেই নিয়েও কম বিতর্কে মুখোমুখি হতে হয়নি অভিনেত্রীকে। নীল ষষ্ঠীর দিন অভিনেত্রী জানান, দাদা তাঁকে ডেকেছে তাই তিনি এসেছেন। এই আজকের দিনে এভাবে পুজো দিয়ে খুবই ভালো লাগলো। আমি এ ধরনের অনুষ্ঠানে প্রথমবার অংশ নিলাম। তবে দাদা যতক্ষণ আছেন ততক্ষণ কোনও চিন্তা নেই।