উত্তরবঙ্গে ধেয়ে আসছে সবুজ ঝড়, বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চাইছেন প্রায় ১০ লক্ষ মানুষ

73

তৃতীয়বারের মত বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও, উত্তরবঙ্গে বিজেপির কাছে পেরে ওঠেনি রাজ্যের শাসকদল। এবার সেই উত্তরবঙ্গ থেকেই কয়েক লাখ বিজেপি কর্মী তৃণমূলে ফিরতে চায় আবেদন পাঠালেন জেলা নেতৃত্বের কাছে। মূলত, উত্তরবঙ্গের ৭ জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে কোচবিহারে, এরপরে রয়েছে আলিপুরদুয়ার, মালদহ ও জলপাইগুড়ি জেলা। তবে পিছিয়ে নেই দুই দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পং জেলাও সেখানেও আবেদন জমা পড়েছে প্রচুর।

তৃণমূল সূত্র মারতফ জানা গিয়েছে, কোচবিহার থেকে আবেদন জমা পড়েছে ১ লাখ ৫ হাজার মানুষের। আলিপুরদুয়ার জেলা থেকে ৯০ হাজার। জলপাইগুড়ি ও মালদহ জেলা থেকে আবেদন জমা পড়েছে ৭০ হাজার করে৷ উত্তর দিনাজপুর থেকে আবেদন জমা পড়েছে ৫৫ হাজার। দক্ষিণ দিনাজপুর থেকে আবেদন জমা পড়েছে ৪৫ হাজার। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের দুই জেলা থেকে আবেদন জমা পড়েছে ৪০ হাজার করে। সব মিলিয়ে প্রায় ১০ লাখের কাছাকাছি আবেদন জমা পড়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি আলিপুরদুয়ার জেলা থেকে বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যোগ দিয়েছেন তৃণমূলে। তিনি যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক বিজেপি কর্মী যোগ দিতে শুরু করে দিয়েছেন জোড়া ফুল শিবিরে। এর পাশাপাশি কোচবিহার জেলাতেও প্রায় প্রতিদিন তৃণমূলে যোগ দিচ্ছেন একাধিক নেতা-কর্মী। অন্যদিকে,সরলা মুর্মূ থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা, তিনি চিঠি লিখে দলকে জানিয়েছেন, যে তৃণমূলেই ফিরতে চান তাঁরা। তবে এখনও কাউকেই সবুজ সংকেত দেয়নি দল।