৬০০০ চাকরি দেবে রাজ্যের সমবায় ব্যাংকগুলি! পড়ুন বিস্তারিত

99

 

করোনার প্রভাবে সারা দেশে কাজ হারিয়েছে প্রায় ১ কোটিরও বেশি মানুষ, যারা কাজ ছাড়া হয়নি তাদের কমেছে বেতন, দেশজুড়ে সরকারী চাকরির সংখ্যাও কমছে দিনের পর দিন, বাড়ছে বেকারত্ব, দেশের অর্থনীতিতেও যার প্রভাব দেখা গেছে বর্তমানে। 

তবে, এবার পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর এনেছে রাজ্য সরকার। সূত্র মারফত জানা গেছে, পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় নতুন ৭৫টি শাখা খুলতে চলেছে। সেই সমস্ত শাখায় কাস্টমার সার্ভিস পয়েন্টে প্রায় ৬ হাজারের বেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সব ব্রাঞ্চে চূড়ান্ত নিয়োগ হবে আগামী বছর। ইতিমধ্যেই শ’খানেক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। ২৮ অক্টোবরের মধ্যে অনলাইনে করা যাবে আবেদন। সমবায় ব্যাঙ্কে ক্লার্ক ও স্টাফ অফিসার মিলিয়ে প্রায় ৮০টি শূন্যপদ নিয়োগ হবে। বাকি পদে ধাপে ধাপে নিয়োগের পরিকল্পনা রয়েছে। শীঘ্রই ৫ হাজার ৯০০ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে দ্রুত রাজ্য সরকার সমবায় ব্যাঙ্কে অতিরিক্ত ৭৫টি শাখা খুলতে চলছে। খুব শীঘ্রই সমবায় শাখাগুলি চালু করা হবে। প্রতিটি শাখায় কমপক্ষে ১০ জন কর্মী নিয়োগ প্রয়োজন। প্রায় ৭৫০ নতুন চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে রাজ্যের সর্বত্র বৈধ আর্থিক প্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ২ হাজার ৬৩১টি সিএসপি খোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে সেখানে সাড়ে ৫ হাজারের বেশি চাকরির সুযোগ তৈরি হচ্ছে।

 

প্রসঙ্গত, যেখানে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সুযোগ সুবিধা নেই, সেখানে সাধারণ মানুষের কাছে সমবায় ব্যাঙ্কের পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।