আজ মুখোমুখি কলকাতা বনাম পাঞ্জাব, আজ মাঠে নামতে পারে গেইল, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

80

 

আজ আইপিএলের তৃতীয় ডবল হেডার ম্যাচ, একেই শনিবার তার ওপর দুটো আইপিএল ম্যাচ, যার মজা উপভোগ করা সত্যিই দুর্দান্ত, আবার যদি একটি ম্যাচ হয় কলকাতা বনাম পাঞ্জাবের আর অন্যটি যদি হয় ব্যাঙ্গালোর বনাম চেন্নাইয়ের। তাহলে সেই ম্যাচের জন্য মুখিয়েই থাকবে দেশের ক্রিকেট প্রেমীরা তা আর বলার অপেক্ষা রাখে না।

আজকের ডবল হেডারের প্রথম ম্যাচ আবু ধাবির, শেখ জায়েদ স্টেডিয়ামে, বিকেল ৩.৩০ থেকে অনুষ্ঠিত হবে। আইপিএল- এর ২৪তম ম্যাচে আজ পয়েন্ট টেবিলের শেষ স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে, পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের। পাঞ্জাব এখনো পর্যন্ত ৬ টি ম্যাচ খেলেছে এবং তারা মাত্র ১ টিতে জয়লাভ করেছে, এবং কলকাতা ৫টি ম্যাচ খেলে ৩টিতে জয়লাভ করেছে। আজ এই দুই দলই জেতার চেষ্টায় থাকবে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে দুই দল বলে মনে করছেন বিশেষজ্ঞরা, এবং বড় বাউন্ডারি, এবং সিসিরযুক্ত পিচ স্লো বোলারদের জন্য যে লাভবান হবে তাও মনে করছেন বিশেষজ্ঞরা।

আজকের গেইল তার প্রথম আইপিএল ২০২০-র ম্যাচ খেলতে প্রস্তুত। কলকাতার দলে আজ ফিরতে পারে কুলদ্বীপ।

দেখে নেব আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ –

ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে –

কিংস ইলেভেন পাঞ্জাব – ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, নিকোলাস পুরান, প্রভাসিমরন সিং/ সরফরাজ খান, মনদ্বীপ সিং, মুজিব উর রহমান, অর্শদ্বীপ সিং/এম আশ্বিন, রবি বিশ্বনাই, শেল্ডন কট্রেল, মোহাম্মদ শামি।

কলকাতা নাইট রাইডার্স – রাহুল ত্রিপাঠি, শুভমান গিল, নীতীশ রানা, ইয়ন মরগান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।